ইন্দুরকানীতে অসহায় পরিবারকে সহায়তা প্রদান

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০১:১২ এএম
ইন্দুরকানীতে অসহায় পরিবারকে সহায়তা প্রদান

তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানীতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরণের সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর আমন্ত্রণে সংস্থাটি শনিবার সকাল থেকে এ কার্যক্রম পরিচালনা করে। সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শুক্কুর আলীর পরিবার ও আহত মোস্তফা মীরের জন্য দুটি দোকান ঘর নির্মাণ, পাড়েরহাট বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মাণ, দরিদ্র পরিবারের মাঝে ৫টি গরু ও ১৫টি ছাগল বিতরণ, ২৩টি অগভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দো-ভাষী বক্তব্যে মাসুদ সাঈদী জানান, ইজার ক্যাপাসি সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের উন্নয়নে কাজ করছে। তার আমন্ত্রণে তারা ইন্দুরকানীর হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে