রাজারহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ পিএম
রাজারহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(২৮ অক্টোবর) দুপুরে রাজারহাট উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে। পরে থানা রোড বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,  সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ  ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন,  সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এছাড়া বক্তারা আগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে