আওয়ামী লীগের দুঃশাসনকালে লগি-বৈঠা তান্ডবে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় স্থানীয় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মওলানা মোঃ আব্দুল হামিদ। এসময় বক্তব্য দেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান,নায়েবে আমীর তোরাব আলী বিশ্বাস,ড.অধ্যাপক মুক্তি মাহমুদ,পৌর জামায়াতের আমীর মোঃ সোলায়মান হোসেন,সেক্রেটারী সাদ্দাম হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাস্টার,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।