বজলুল করিম চৌধুরী আবেদ, সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক

একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন প্রভাকান্ড চালাচ্ছে

এফএনএস (ইকবাল হোসেন সুমন; নোয়াখালী) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ পিএম
একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন প্রভাকান্ড চালাচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ বলেছেন, এদেশে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলো, তারা ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবো ঠিক তখন একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন রকমের প্রভাকান্ড চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই ভালো সময়ে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চায়। বিএনপি নেতা কর্মীরা গত সাড়ে ১৭ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছে। 

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর)  বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল বাছেত হিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন'সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে