একটি দল ভোট পাওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা যুবদল ও চৌমুহনী পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ পাইলট স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তারা এখন দেশের হাল ধরতে চায়। তারা বলতে চায় তাদেরকে ভোট দিলে জান্নাতে যেতে সহজ হবে। অথচ ১০ জন নারী ছাড়া আর কেউ জান্নাতে যাওয়ার কোন গ্যারান্টি দিতে পারবে না। উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপি'র আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।