শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী গ্রামের সাধু লিওর ধর্মপল্লিতে আগামি ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ফাতেমা রানীর ২৭ তম বার্ষিক তীর্থ। দেশ-বিদেশের ৩০-৪০ হাজার ক্যাথলিক খ্রিষ্টভক্ত ও দর্শনার্থীরা এতে অংশ নেবেন। তীর্থোৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল।
তীর্থোৎসব কমিটি সূত্রে জানা গেছে, এই তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরনে নির্মিত হয়েছে। সাধু লিওর ধর্মপল্লিকে ১৯৯৭ সালে ফাতেমা রানীর তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে তীর্থোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ফাতেমা রাণীর করুণা ও দয়া লাভের আশায় সারাদেশ থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হন। তারা সমাজের অন্যায়, অবিচার, রোগবালাই থেকে মুক্তি ও পবিত্র জীবনের দীক্ষা নিতে এবং নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনা করেন।