চাটমোহরে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫৪ পিএম
চাটমোহরে গ্রামবাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা সোমবার ও মঙ্গলবার কাঘলবাড়ি গ্রামের মাঠে এই ঢ়োড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে বাঘলবাড়ি যুব সমাজ। আবহমান বাংলার লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আয়োজন করা হয় দুই দিনব্যাপী ঘোড় দৌড় প্রতিযোগিতা। হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট এই উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার ৪০টি ঘোড়া। 

আলহাজ আহম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এই আয়োজন ঘিরে সাজানো হয় দৌড়ের মাঠ ও অংশগ্রহণকারী ঘোড়াগুলো। মাঠে ঢল নামে আশপাশের এলাকার হাজারও নারী-পুরুষের।

আয়োজক কমিটির সদস্য মো. নুরুজ্জামান সরকার ও নুরুল ইসলাম বলেন,‘আমরা কয়েকবছর ধরে এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছি। গ্রামের মানুষ,বিশেষ করে তরুণ প্রজন্ম যেন হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আগামীতেও আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

প্রতিযোগিতায় টাঙ্গাইল,বগুড়া,পাবনা,নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রথমদিনে ঘোড়াগুলোকে ছোট,মাঝারি ও বড় এই তিন শ্রেণিতে ভাগ করে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়,তিন পর্বে দাপট দৌড় এবং সর্বশেষ চ্যাম্পিয়ন পর্বে বিজয়ী তিন ঘোড়ার মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল রেস। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া তাড়াশ উপজেলার মো. হায়দার আলী বলেন,‘আমি গত পাঁচ বছর ধরে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। এই খেলাটা শুধু প্রতিযোগিতা নয়,আমাদের গ্রামীণ ঐতিহ্য আর গর্ব। ঘোড়া দৌড়ের জন্য সারাবছর ঘোড়ার যত্ন নিতে হয়,নিয়মিত প্রশিক্ষণ দিতে হয়। হান্ডিয়াল বাঘলবাড়ির মাঠে এসে প্রতিযোগিতা করতে পেরে খুব ভালো লাগছে। এখানে দর্শকরা যেমন উৎসাহী,আয়োজনও ছিল দারুণ। 

আপনার জেলার সংবাদ পড়তে