মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক/শিক্ষিকা ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা হয়েছে। সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার ও জেলার হিসাব রক্ষক মো:শফিকুল আলম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সদ্য যোগদান কারী উপ-পরিচালক মো: আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন ইফার জেলা ফিল্ড অফিসার ডক্টর মাও. কামরুল হাসান। বিশেষ আলোচক ছিলেন ইফার সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম।
আলোচনায় অংশ নেন ইফার মাস্টার ট্রেইনার মাও মো: উমর ফারুক,ইফার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাও বিল্লাল হোসেন, মডেল কেয়ারটেকার হাফেজ মাও. মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার হফেজ মাও. হুমায়ুন কবীর,সাধারণ কেয়ারটেকার মাও. খন্দকার সাদেকুজ্জামান, মাও. মাহতাব উদ্দিন, মাও.আব্বাছ আলী,বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাও ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মাও আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কিশোরগঞ্জে আমি অনেক বছর দায়িত্ব পালন করে হেড অফিসেও সুনামের সহিত দায়িত্ব পালন করেছি। অনেক স্মৃতি বিজড়িত এই কিশোরগঞ্জে উপপরিচালক হিসেবে যোগদানের পর এটিই আপনাদের সাথে আমার প্রথম সমন্বয় সভা। আপনাদের সকলের প্রচেষ্টায় ইফার শিক্ষা কার্যক্রমে মডেল জেলা হিসেবে গড়ে তোলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। পরস্পরে ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক বজায় রাখবেন। ইসলাম বিশৃংখলা, বে-আইনী কার্যকলাপ, ফিতনা-সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। তিনি আরও বলেন, ইসলামের প্রচার প্রসারে গুরুত্ব দেবেন। সঠিকভাবে উচ্চারণসহ পবিত্র কুরআনুল কারীম শিক্ষা দিবেন। কেউ যেনো ভূল উচ্চারণ না করে সে দিকে খেয়াল রাখবেন। কেউ কোনো গুজবে জড়াবেন না। আপনারা জুম্মার খুতবায় গুজব বিষয়ে এবং টাইফয়েড টিকার গুরুত্ব বিষয়ে মুসল্লিদের সচেতন করার নির্দেশনা দেবেন। শিক্ষা কার্যক্রমের প্রসার বৃদ্বির পাশা পাশি শিক্ষা কেন্দ্রের মান উন্নয়ন রাখতে হবে। সকল শিক্ষক সরকারের নিয়ম-নীতি মেনে কেন্দ্র পরিচালনা করবেন। পরে দেশ ও জাতির অগ্রগতি অব্যাহত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, সদর উপজেলার সকল গণ শিক্ষা কেন্দ্র শিক্ষক শিক্ষিকা ও কেয়ারটেকারগন উপস্থিত ছিলেন।