জিএস সুমন

৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করা হবে

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:০৪ পিএম
৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করা হবে

৩১ দফা বাস্তবায়ন করে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে বাংলাদেশ পরিচালিত হবে। কেউ যাতে কোন বৈষম্যের শিকার না হয় এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র লক্ষ্য। মা-বোনদের বোকা বানিয়ে কেউ যাতে  ভোট নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 

 যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, সাবেক (জিএস) মনজুর আজিম সুমন প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। বুধবার বিকেলে চৌমুহনী পাবলিক হলে বেগমগঞ্জ উপজেলা যুবদল ও চৌমুহনী পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন থানা ও পৌর যুবদল,ছাএদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে একটি রেলি চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাছারি বাড়ি জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে