শার্শায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) :
| আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ পিএম | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ পিএম
শার্শায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

যশোরের শার্শায় বেনাপোল গামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত চান্দু মিয়া (৫০) উপজেলার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল এসময় চান্দু মিয়া নামে এক ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় তিনি ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে