দীর্ঘ ১বছরের আলোচনা অর্থহীন—জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:৫৯ পিএম
দীর্ঘ ১বছরের আলোচনা অর্থহীন—জাতির সঙ্গে প্রতারণা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, “জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত ও নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি, যা দীর্ঘ এক বছরের ধারাবাহিক আলোচনাকে অর্থহীন করার পাশাপাশি প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার শামিল।”

মির্জা ফখরুল ইসলাম বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি। ঐকমত্য হওয়া কয়েকটি দফায় অগোচরে পরিবর্তন এনেছে ঐকমত্য কমিশন।  কমিশনের সুপারিশ জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।”

‘জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের।  কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক মতামত আমলে নেয়নি।  নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি’-যোগ করেন মির্জা ফখরুল।

আপনার জেলার সংবাদ পড়তে