মঈন খান

সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:২৫ পিএম
সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে

বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বললেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না।

মঈন খান বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন।

‘ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল’ যোগ করেন  বিএনপির এ নেতা। 

প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এ কর্মসূচিতে।


আপনার জেলার সংবাদ পড়তে