নাটোর-৩ সিংড়া আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দেশ থেকে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী আ’লীগের নিরসন হয়েছে। মানুষ একটি সুস্থ্য, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ দেখতে চান। তারেক রহমান ঘেষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ৩১ দফাকে শ্লোগানে পরিণত করে দেশকে ভালোবাসলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা কনফারেন্স হলরুমে উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আনু আরো বলেন, দলে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোন প্রতিহিংসা নয়। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই।
সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার, ফয়সাল আহমেদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমূখ।