কাপাসিয়ায় বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে বর্ণাঢ্য শোভাযাত্রা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:০৬ পিএম
কাপাসিয়ায় বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র সংস্কারে ৩১ দফা দাবি বাস্তবায়ন ও মানবিক রাস্ট্র গঠনে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে পহেলা জানুয়ারি উপজেলা সদরে বিশাল শোভাযাত্রা শেষে বাস টার্মিনাল চত্বরে সমবেত হয়। সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু এ সমাবেশে সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলীয় নেতা-কর্মীরা কাপাসিয়া বাসিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে