গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ পিএম
গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে নতুন বছরের প্রথম দিনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।গতকাল বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌরশহরের বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম ভূঁইয়া'র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক একেএম হাবিবুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন আরিফ রব্বানী, গফরগাঁও ইন্সট্রাক্টর ইউ আরসি মোঃ শাহ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা সুলতানা প্রমুখ। উক্ত দিনে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর সকল শিক্ষার্থীর হাতে আনন্দের সাথে নতুন বই তুলে দেওয়া হয়েছে। অপরদিকে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ মেতে উঠে এবং বিনামুল্যে বই উপহার দেওয়ার জন্য বই উঁচিয়ে শিক্ষার্থীরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে