আওয়ামী লীগ নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।
সকালে ঢাকার আদালতে তাকে হাজির করে দুই মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত।
চাঁদাবাজি ও শ্লীলতাহানীর আলাদা দুই মামলায় তাকে এ রিমান্ড মঞ্জুর করে আদালত।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগী ক্যাবল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে, আর তা না দিলে তাকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মারধর করে ও বাসায় ভাঙচুর চালায়। পরে ভুক্তভোগীরা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।