সাতক্ষীরায় নার্সদের প্রতিবাদ ও মানববন্ধন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ পিএম
সাতক্ষীরায় নার্সদের প্রতিবাদ ও মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদ এবং মিডওয়াইফারি সংস্কার পরিষদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদউল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসিম খালেদ, এবং ছাত্র প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যরা।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা স্বাস্থ্যসেবার মূল ভিত্তি। অথচ বারবার এই সেক্টরকে অবমূল্যায়ন করা হচ্ছে। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়ন ও অধিদপ্তরের স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে