দৌলতপুরে ৫.৫ কে জিভারতীয় রৌপ্য ও ৪২০০ প্যাকেট নকল বিড়ি আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ পিএম
দৌলতপুরে ৫.৫ কে জিভারতীয় রৌপ্য ও ৪২০০ প্যাকেট নকল বিড়ি আটক

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকা থেকো মালিকবিহীন অবস্থায় ৫.৫০০ কেজি ভারতীয় রৌপ্য ও ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ১৪১/১-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থান থেকে নম্বর-৪৭৭১৫ হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫.৫০০ কেজি ভারতীয় রৌপ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ লাখ ৭৭ হাজার ১০০ টাকা। এছাড়া, একই অভিযানে ৪২০০ প্যাকেট অবৈধ নকল বিড়িও উদ্ধার করা হয়। সবমিলিয়ে আটককৃত চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ ৮ হাজার ১০০ টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত রৌপ্য বিধি মোতাবেক ট্রেজারিতে জমা করা হবে এবং নকল বিড়ি কাস্টমসে জমা দেয়া হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকসহ সব ধরনের চোরাচালান কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে