সেনাবাহিনীর অভিযানে লংগদুতে ভারতীয় সিগারেট জব্দ

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:৫৬ পিএম
সেনাবাহিনীর অভিযানে লংগদুতে ভারতীয় সিগারেট জব্দ

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু সেনা জোন তেজস্বী বীরের সফল অভিযানে দীঘিনালার চৌধুরীপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া-দীঘিনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।

শুক্রবার বিকেল ৩টায় অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে মনের মানুষ নামক এলাকা সংলগ্ন পূর্ব পাশের রোডে একটি গ্রুপ অবস্থান নিলে চোরাকারবারী দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় মালামাল রেখে জঙ্গলে পালিয়ে যায়।

পরে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দী অবৈধ মালামাল নজরে আসলে তল্লাশির চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে