মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় প্রায় ১৪ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। গতকার শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সৌদিআরব প্রবাসী স্বপন সরকারের স্ত্রী শ্যামলী আক্তার বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী সৈয়দ আলীর সাথে পরিবারের সাথে আমাদের বিরোধ ছিল। বিভিন্নভাবে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল । শুক্রবার দুপুর সাড়ে বারোটায় তারা আমাদের সীমানা ঘেঁষে লাগানো দুটি গাছের চারা তুলে ফেললে আমি প্রতিবাদ জানাই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সৈয়দ আলী, তার ছেলে রিয়াদ ও মারুফ-সহ কয়েকজন আমাকে মারতে আসে। আমি দৌড়ে ঘরের ভিতর আশ্রয় নিলে তারা জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এসময় নগদ টাকা ৩ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। ঘরে আসবাবপত্র, টিনের বেড়ায় ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে আমি আমাদের গ্রামে স্থাপিত পুলিশ ক্যাম্পে জানাই। পরবর্তীতে গজারিয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে প্রতিপক্ষ সৈয়দ আলীর বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে সৈয়দ আলীর ছেলে রিয়াদ বলেন, ' কিছুদিন আগে একটি বিষয় নিয়ে ওই মহিলার স্বামী স্বপনের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। সেই ঘটনার জের ধরে ওই মহিলা নিজেদের গাছ উপরে ফেলে ও বাড়িঘর ভাংচুর করে তার দায় আমাদের উপর চাপাতে চাইছে'।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।