কলমাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৪ পিএম
কলমাকান্দায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছর! বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার,, এই স্লোগানকে বুকে ধারণ করে আজ বোধবার (১লা জানুয়ারি) কলমাকান্দা উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এর আগে সকাল ৭টায় উপজেলা বিএনপি কার্যালয় সামনে দলীয় পতাকা উড্ডয়ন শেষে বেলা ১১:৩০ ঘটিকায় ৮ ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ করে উপজেলা পশ্চিম বাজার মার্কাজ মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। পরে উপস্থিত ছাত্র জনতা নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম রসুল ও ইশতিয়াক হাসান সৌরভ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখার বিএনপির আহবায়ক এমএ খায়েরসহ যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদলসহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে