দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেলো অস্ট্রেলিয়া

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ পিএম
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেলো অস্ট্রেলিয়া

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। এর আগে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। মেলবোর্নে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। তবে নতুন বলে অজি পেসার জশ হ্যাজলউডকে সামলাতে গিয়েই গলদঘর্ম হতে হয়েছে ভারতের ব্যাটারদের। এক অভিষেক শর্মা বাদে বাকি সবাই হয়েছেন নাস্তানাবুদ। দলের ২০ রানের মাথাতে ভেঙেছে শুবমান গিল এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি। ১০ বলে ৫ রান করে বিদায় নেন গিল। এরপর গিলের পথ ধরেছেন সাঞ্জু স্যামসন, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মাও। সবাই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। পাওয়ারপ্লের ৬ ওভারে ভারত তুলেছে ৪০ রান, হারিয়েছে ৪ উইকেট। পাওয়ারপ্লে শেষে বিদায় নেন ১২ বলে ৭ রান করা অক্ষর প্যাটেলও। এরপর হার্শিত রানার সাথে ভালো জুটি হয় অভিষেকের। নিজের টর্নেডো ব্যাটিংয়ের ধারা বজায় রেখেছিলেন ভারতীয় ওপেনার। আগ্রাসী ব্যাটিংয়ে তুলেছেন রান। চাপের মুখে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটিও। অভিষেক বাদে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল হার্শিত রানা। ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন হার্শিত। থামেন দলের ১০৫ রানের মাথাতে। অভিষেক আউট হয়েছেন দলের ১২৫ রানের মাথাতে। ৩৭ বলে ৬৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে ৯ম ব্যাটার হিসেবে বিদায় নেন অভিষেক। পরের বলেই জাসপ্রীত বুমরাহ আউট হলে ১২৫ রানেই অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড। ২টি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট এবং নাথান এলিস। ১ উইকেট নেন মার্কাস স্টয়নিস। জবাব দিতে নেমে দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন অধিনায়ক মার্শ এবং হেড। দুজনে মিলে আগ্রাসী ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের তক্তা বানিয়েছেন। ওপেনিং জুটিতে রান এসেছে ৫১। ১৫ বলে ২৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন ভারতের যম হিসেবে খ্যাত ট্রাভিস হেড। জবাব দিতে নেমে দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন অধিনায়ক মার্শ এবং হেড। দুজনে মিলে আগ্রাসী ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের তক্তা বানিয়েছেন। ওপেনিং জুটিতে রান এসেছে ৫১। ১৫ বলে ২৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন ভারতের যম হিসেবে খ্যাত ট্রাভিস হেড। অজিদের ম্যাচ জেতার আনুষ্ঠানিকতা সেরে রেখেছিলেন দুই ওপেনার। মার্শ তাণ্ডব চালিয়ে গেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৫৬ রান, হারিয়েছে ১ উইকেট। হেডের বিদায়ে কিছুটা কমেছে অজিদের রানের গতি। তবে ফিফটির পথে ছুটছিলেন মার্শ। অল্পের জন্য ছুঁতে পারেননি ফিফটিটা। ২৬ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নেন অজি অধিনায়ক। দলের ৮৭ রানের মাথাতে থামেন মার্শ, হয়েছে কেবল ৮ ওভার। ম্যাচ জেতার কাজটা যেন প্রায় অর্ধেকটাই করে ফেলেন দুই ওপেনার। বাকিরা এসে তাই ধীরেসুস্থে দেখেশুনে এগিয়েছেন। তিনে নামা জশ ইংলিশ খেলেছেন ২০ বলে ২০ রানের ইনিংস। টিম ডেভিড আলো ছড়াতে পারেননি। ২ বলে করেছেন ১ রান। শেষ দিকে মার্কাস স্টয়নিস এবং মিচেল ওয়েন মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছেন। শেষ জাসপ্রীত বুমরাহর জোড়া শিকারে নাটকীয়তার কিছু আভাস পাওয়া গিয়েছিল বটে। তবে অজিদের জয়ের পথে তা বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। ৪০ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ১০ বলে ১৪ রান করেন ওয়েন। স্টয়নিস টিকে ছিলেন ৬ বলে ৬ রান করে। ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

আপনার জেলার সংবাদ পড়তে