কলমাকান্দায় মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম
কলমাকান্দায় মোটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

নেত্রকোনার কলমাকান্দার জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন (রেজি:নং- ২৫৭৪) এর অন্তর্ভুক্ত কলমাকান্দা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে সভাপতি মো. তারা মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল বেগ  নির্বাচিত হয়েছে।

কলমাকান্দা বাসস্ট্যান্ড এলাকা অটোমিল মাঠে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে সকলেই তাদের ভোট প্রদান করেন। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৯৮৫। এরমধ্যে ভোট কাস্টিং হয়েছে ১৬৮৯।

এ নির্বাচনে মোট ১০টি পদের মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ ৭টি পদে প্রতিদ্বন্দিতা করছেন, এবং ৩টি পদে যুগ্ন-সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক মিলন আকন্দ ও কোষাধক্ষ্য পদে মো.জামাল মিয়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

অন্য ০৭টি পদের মধ্যে সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল বেগ ( হারিকেন প্রতীকে) এবং কার্যকরী সভাপতি ফরিদ আহমেদ (কাপপ্লেট প্রতীক), সহ সভাপতি মোঃ সাজু আহমেদ, সহ:সাধারণ সম্পাদক -মো. বাচ্চু মিয়া (ফুটবল প্রতীক), সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম (নিশান প্রতীক), দপ্তর সম্পাদক পদে আঃ হান্নান তাং লালছু নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে উপজেলা ও জেলা বিএনপি‘র নেতাকর্মীগণ, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, পুলিশ প্রশাসন ব্যাপক ভুমিকা রেখেছেন। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে