মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর গ্রামে “কুরআনের রশ্মিতে জ্যোতিময় তন্তর যুবসমাজ”আয়োজিত বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ছবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৩১ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব তন্তর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এলাকার ২৫ জন যুবককে কোরআনের ছবক প্রদান করা হয়।
তন্তর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি ইসহাক বিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল বাতেন।
এছাড়াও তন্তর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও এলাকার বরেণ্য উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। মূল বক্তব্য প্রদান করেন হাফেজ মুফতি ইসহাক বিন সিদ্দিক, ইমাম ও খতিব, তত্ত্বর পুরাতন জামে মসজিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় শিক্ষা ও কুরআনের আলো বিস্তারের মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধি সম্ভব। বয়স্কদের কোরআন শিক্ষার এই উদ্যোগ গ্রামীণ সমাজে এক ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল তন্তর সমাজ কল্যাণ সংসদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।