কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন খেলার মাঠে শুক্রবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সচিব হাবিব-উন-নবী খান সোহেল কে প্রধান অতিথি করে ২০২৩ সালের ফ্যাসিবাদ সরকারে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ বিল্লাল হোসেন ও রেফায়েতুল্লাহ স্মরন সভা অনুষ্ঠিত হয়। এ স্মরন সভার সভাপতিত্ব করেন ছয়সূতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির যুগ্ম সচিব হাবিব উন- নবী খান সোহেল বলেন, পতিত ফ্যাসিবাদ কে নিয়ে অর্ন্তবর্তীকালীন সরকার এখনোও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের কে কোন সময় ছাড় দেওয়া যাবে না। তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু জামাত সহ অন্যান্যা ইসলামি দলেরা এ নির্বাচন কে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেমনটি ভাবে গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিএনপি কে মামলা হামলা দিয়ে হয়রানী করেছেন। তেমনি ভাবে এই সরকার নির্বাচন কে দেরি করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের কুলিয়ারচরের সন্তান বিএনপির ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক সিআইপি শরিফুল আলম কে ৮৪ টি মামলা দিয়ে জেল, জুলুম, অত্যাচার করে তাকে আপনারা জেল থেকে মুক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতা ও রাজনৈতিক দলের আন্দোলনের কারণে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বেশির ভাগ মন্ত্রী, এমপি, নেতা কর্মীরা এখন কেউ দেশ ছেড়েছে আবার কেউ জেল খাটতে বাধ্য হচ্ছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে তাড়া পালিয়েছে। এ সময় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সাংগঠনিক সম্পাদক সিআইপি শরিফুল আলম বলেন, আন্দোলন করে যেমন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। তেমনি ভাবে অন্তরবর্তী কালীন সরকার যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তাহলে সেই রূপ ধারণ হতে পারে বলে বক্তব্যে বলেন। আরও বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম, জেলা কৃষক দলের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরশ আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ছয়সূতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন রতন।