পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০১:০৮ এএম
পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সাতক্ষীরা খুলনা মহাসড়কে চলন্ত  পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর(৫৫) নামে এক ভ্যান চালকের প্রানহানি ঘটেছে। বুধবার (১জানুয়ারি)বেলা ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে।  প্রত্যক্ষদর্শীদের মধ্যে অগ্রগতি রিসোর্টের কেয়ারটেকার আব্দুর ছবুর জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায়  ত্রিশ মাইল মোড়ে থাকত। গতকাল বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে  ঘটনাস্থলে মারা যায় ওই ভ্যান চালক । তিনি আরো জানান, দূর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়স্ত্রন করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান,  ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে।সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

আপনার জেলার সংবাদ পড়তে