ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও সভা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৪:২৫ পিএম
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও সভা

৫৪ তম জাতীয় সমবায় দিবস কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় পালন হয়েছে। উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকাল ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। 

পরে উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে র‌্যালী প্রদর্শন করা হয়। বৈরি আবহাওয়ার বৃষ্টি উপেক্ষা করে র‌্যালীতে অংশগ্রহণ করেন ইউএনও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সমবায়ী নারী-পুরুষ, সাংবাদিকরা।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা বিধু ভ’ষন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপাভাইজার আব্দুস ছালাম, সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, নুরনবী, আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে সরকারি সর্বোচ্চ রাজস্ব প্রদানের জন্য ৩ টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমবায় সমিতি গুলো হচ্ছে-গংগারহাট আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও তালুক শিমুলবাড়ী সার্বিক উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

আপনার জেলার সংবাদ পড়তে