ভেড়ামারায় ট্রলির ধাক্কায় নিহত ১

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম
ভেড়ামারায় ট্রলির ধাক্কায় নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগামী এক ট্রলির নিচে পৃষ্ট হয়ে নিহত হয়েছে এক মহিদুল ইসলাম (৩০) নামের এক পথচারী। স্থানীয় এক পাগল লালন ওই পথচারীকে স্বজোরে ধাক্কা দিলে, সে ছিটকে পড়ে সড়কে। এসময় দ্রুত বেগে আসা ট্রলি ওই পথচারীকে পিষ্ট করলে ঘটনাস্থলেই সে নিহত হয়। বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ীপাড়া গ্রামের পোকার ইসলামের পুত্র। শনিবার সকাল ৮টায় বাহাদুরপুর বাজারে আকস্মিকভাবে এমন মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছে স্থানীয়রা। 

আপনার জেলার সংবাদ পড়তে