সুজানগর পৌর মহিলা দলের কর্মী সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
সুজানগর পৌর মহিলা দলের কর্মী সভা

পাবনার সুজানগর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শনিবার এক কর্মী সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় পৌর পেঁয়াজ মাঠে আয়োজিত ওই কর্মী সভায় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে শত শত মহিলা নেতা-কর্মীরা খন্ড,খন্ড মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেয়। এতে কর্মী সভা এক পর্যায়ে বিশাল কর্মী সমাবেশে পরিণত হয়। সুজানগর পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি লাভলী আক্তারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। সভায় আরো বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ আরশেদ আলম (জিপি), উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হাজারী লুৎফুন্নাহার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল মোনায়েম, বিএনপির নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, ছাত্রদল নেতা এসএম আফতাব আহমেদ, মহিলা দল নেতা প্রত্যাশা পারভীন ও অনিকা আইরিন ওর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন তৃণমুল পর্যায়ে জাতীয়তাবাদী মহিলা দলকে সংগঠিত করতে হবে। কেননা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে নারী ভোটারা প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জয়-পরাজয়ে ইতিবাচক এবং নেতিবাচক ভূমিকা পালন করে থাকে। তাছাড়া রাষ্ট্রের বিশাল জনগোষ্ঠী নারী। সুতরাং নারীদেরকে পিছে ফেলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব নয়।

আপনার জেলার সংবাদ পড়তে