গাংনীতে নবজাতক ও মাকে উপহার দিচ্ছেন জেলা প্রশাসক

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
গাংনীতে নবজাতক ও মাকে উপহার দিচ্ছেন জেলা প্রশাসক

মেহেরপুরে নরমাল ডেলিভারিতে জন্ম নেয়া নবজাতকের জন্ম সনদ ও ও মায়েদের উপহার সামগ্রী দিচ্ছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি উৎসাহিত করতে এই উদ্দ্যেগ নিয়েছে জেলা প্রশাসন। এমন উদ্যোগে আনন্দিত হয়েছেন মা ও স্বজনরা। শনিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তিনি এসব উপহার সামগ্রী ও জন্ম সনদ তুলে দেন জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসেন। 

গাংনী হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা জানান,  নরমাল ডেলিভারি মা ও শিশুর জন্য বেশি উপকারী। সিজারিয়ান অপারেশন হলে সারাজীবন যে শারীরিক কষ্টের ভোগান্তি বয়ে বেড়াতে হয়, নরমাল ডেলিভারিতে সে কষ্ট থাকে না। তাই মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে শুভেচ্ছা স্মারক ও জন্ম সনদ প্রদান করা হচ্ছে।

সিজারিয়ানে গেলে বিপুল পরিমান টাকার মতো খরচের আশঙ্কা থাকে। শারীরিক ক্ষতি সহ সমস্যা তৈরি হয় কিন্তু নরমাল ডেলিভারিতে নামমাত্র খরচে মা ও নবজাতক দ্রুত সুস্থ হয়ে ওঠে।

এছাড়া সাধারণত নরমাল ডেলিভারি করালে মা ২৪ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সিজারিয়ান অপারেশন হলে মাকে তিন মাসের মতো বেড রেস্টে থাকতে হয়। এতে একদিকে যেমন খরচ বেড়ে যায় অপরদিকে মায়ের শারীরিক কষ্টও বহুগুণে বৃদ্ধি পায়। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন,মা ও নবজাতের জন্য নরমাল ডেলিভারি উপকারী তাই এ বিষয়ে উৎসাহিত দিতে এই উদ্দ্যেগ নিয়েছে জেলা প্রশাসন।  

এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে