১ নভেম্বর দুপুরে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের কৃষকরা কাফনের কাড়প পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে বিক্ষিাভ মিছিল করেছে করা হয়েছে।
কৃষকরা জানান, ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এক্রপেরিয়েন্স শিল্প কারখানার দুষিত বর্জ্যে ও রংঙ্গের পচা পানি এবং মুলতাজিম স্পিনিং মিলের ক্যামিকেলের বর্জ্য কৃষকের ফসলি জমিতে ছেড়ে দিয়ে ভরাডোব ইউনিয়নের কৃষকদের ৩৩৬ একর ফসলি জমি ১৫ বছর ধরে পতিত রয়েছে। সম্প্রতি স্থানীয় প্রসাশন,কারখানার মালিক ও কৃষক প্রতিনিধিরা চার দফা বৈঠক করে কৃষকদের ক্ষতিপুরন হিসাবে প্রতি একরে ৬৬ হাজার টাকা ক্ষতিপুর ধার্য করা হয়। ৩৩৬ একর ফসলি জমির ১৫ বছরে ক্ষতিপুর আসে তিন কোটি আটাশ লাখ দশ হাজার টাকা। এই টাকা ভরাডোবা অবস্থিত এক্রপেরিয়েল কারখানা ও মুলতাজিম স্পিনিং মিল কৃষকদের ক্ষতিপুরন হিসাবে দেয়ার সিদ্ধান্ত হয়। গত ২৯ অক্টোবর এলাকার কৃষকরা ক্ষতি পুরনের টাকা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে এসে জানতে পারে কারখনার দুইটি ক্ষতিপুরনের টাকা দেয়নি। তাই ক্ষতিপুর আদায়ের লক্ষে কৃষকরা কাফনের কাপড় পড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। কারখানার মালিকরা ক্ষতিপুরন পরিশোধ না করলে আরো বড় ধরনের আনন্দোল অথবা কারখানায় বন্ধ করে দেয়ার হুমকি দেন। মানবন্ধনে বক্তব্য রাখেন কৃষক আব্দুর রহিম,আবুল বাশার,মাসুদ,মানিক,প্রমুখ