মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০১:৫৯ এএম
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

নওগাঁর মহাদেবপুরে নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বুধবার সকাল ১১টায় যাত্রিবাহী বাস উল্টে ২জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. আরিফুল হক (২৫)। তিনি মহিনগর গ্রামের মো. আফাজ উদ্দিনের পুত্র। আহত আরিফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর হাত, পা ভেঙ্গে গেছে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজিপুর থেকে নওগাঁগামী একটি যাত্রিবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৮৬৭) মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী হতে আসা একটি মাইক্রোবাস ক্রসিং করার পূর্ব মুহুর্তে হঠাৎ ডানদিকে মোড় নেয়। এ সময় বাসের চালক মাইক্রোবাসটিকে রক্ষা করার জন্য সজোরে ব্রেক করে ডানে মোড় নিতে চাইলে আঞ্চলিক মহাসড়কের উপরই বাসটি উল্টে যায়। হতে ঘটনাস্থলেই বাসযাত্রী মোশারফ মারা যান। নিহত মোশারফ পেশায় বাসের একজন সুপারভাইজার বলে জানা গেছে।  এ সময় বাসটি মোটর সাইকেল আরোহী আরিফুল (২৫) ও আফতাবকে (৫৮) চাপা দিলে তারা গুরুতর আহত হোন। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় আফতাবের মৃত্যু হয়। বাসের ৬/৭জন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানা গেছে। এ বিষয়ে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মো. হাসমত আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। থানায় এখন কোন মামলা হয়নি।