সেনবাগের দক্ষিন নলুয়া এবাদত খানা মসজিদে লক্ষ অনুদান প্রদান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৮:৩৩ পিএম
সেনবাগের দক্ষিন নলুয়া এবাদত খানা মসজিদে লক্ষ অনুদান প্রদান

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির দক্ষিন নলুয়া দোকারঘর এবাদত খানা মসজিদের এক মতবিনিয় সভা শবিরার বাদ জোহর মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

মসজিদের সভাপতি মাওলানা মোঃ মোস্তফার সভাপতিত্বে ও মসজিদের সাধারণ সস্পাদক গোলাফের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ,বিশিষ্ঠ ব্যবসায়ী ও ইউটিউবার মানবতার ফেরীওয়ালা রাজু খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নলুয়া দারুল হুদা রহমানিয়া হাফেজিয়া মাদরাসার সভাপতি শাহ আলম (বন)। দক্ষিন নলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন নলুয়া ঈদগাও এর সভাপতি গিয়াস উদ্দিন স্বপন ও মসজিদের দাতা সদস্য তরুন সমাজসেব  রাশেদুল আলম রয়েল।

এসময় বিশিষ্ঠ ব্যবসায়ী ও ইউটিউবার রাজু খান মসজিদের উন্নয়নে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। আগামিতে আরো সযোগীতার আশ্বাস দেন।

আপনার জেলার সংবাদ পড়তে