চিতলমারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০২:১০ এএম
চিতলমারীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‌্যালির ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার এ উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল ও শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্পাদক। সকাল ১০ টায় ছাত্রদলের কার্যালয় হতে নেতাকর্মীগণ জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদল আহবায়ক মোঃ লিমন বিশ্বাস ও সদস্য সচিব এলাহী মোল্লা। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী, জেলা বিএনপি নেতা আলহাজ¦ মোল্লা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস ও সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু। 

পথসভা শেষে চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপি নেত্রী রুনা গাজী স্থানীয় সাংবাদিকদের ব্রিফ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে