গাজীপুরের কাপাসিয়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উৎযাপনে উপজেলা প্রশাসনের সাথে ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়কারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পহেলা জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়করা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমন্বয়কদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রাশেদ, মোহাম্মদ হাবিব, সংগঠক বায়েজিদ মোল্লাহ্, জেলা কমিটির সদস্য মামুন মোল্লাহ্, আজিজুল, শেখ আশরাফ, স্বাধীন, শামীম প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১-১৬ জানুয়ারির মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সেমিনার, স্কুল কলেজ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।