জাতীয়করণের দাবিতে টানা ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
জাতীয়করণের দাবিতে টানা ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে টানা ২১তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। রোববার (২ নভেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজার হাজার শিক্ষক প্রেসক্লাব চত্বরে সমবেত হন।

দীর্ঘ তিন সপ্তাহ ধরে চলমান এ আন্দোলনে শিক্ষকরা অভিযোগ করেন, দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সমমানের ইবতেদায়ি শিক্ষাকে পেছনে ফেলে রাখার অপচেষ্টা করছে সরকারের একটি মহল। তারা বলেন, “আমরা বছরের পর বছর ধরে অবহেলিত। একই পাঠ্যসূচি পড়ালেও সরকারি স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখনই সময় আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়ার।”

আন্দোলনরত শিক্ষকরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে “ঘরে ফেরার” সুযোগ করে দিতে। তাদের বক্তব্য, জাতীয়করণই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক মর্যাদা প্রতিষ্ঠার একমাত্র পথ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার বিকেলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

আপনার জেলার সংবাদ পড়তে