নোয়াখালী-২ আসনে

এনসিপি থেকে নিজেকে প্রার্থীতা ঘোষণা করলেন সুলতান মুহাম্মদ জাকারিয়া

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০১:৩৪ পিএম
এনসিপি থেকে নিজেকে প্রার্থীতা ঘোষণা করলেন সুলতান মুহাম্মদ জাকারিয়া

নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নিজেকে প্রার্থীতা ঘোষণা করলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক মিডিয়ার সেলের সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার। 

শুক্রবার দুপুরে সেনবাগ উপজেলা প্রেসক্লাবে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় কালে তিনি ওই প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন ,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের সঙ্গে এনসিপির সাথে জোটগত নয়, আসন ভিক্তিক সমঝোতা হতে পারে। তবে কারো সঙ্গে সমঝোতা হোক বা না হোক এনসিপি তিন শ" আসনে প্রার্থী দিবে এবং সব গুলো আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা দলের নীতিগত সিদ্ধান্ত। এতে কোন সন্দেহ নেই। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠক কাজী মঈন উদ্দিন, জেলা সংগঠক মো. মামুন হোসেন, জেলা সংগঠক মোহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ।  তাছাড়াও এ সময় এনসিপির জেলা ও উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার আরো বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে তাদের দল দেশের বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবেন বলে ঘোষণা দেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে হবে অন্যতম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে- আগামী নির্বাচনে তিনি (ডক্টর সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার) নোয়াখাল ২ (সেনবাগ-সোনাইমুডী আংশিক) আসনে এনসিপি থেকে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে