চাটমোহরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
চাটমোহরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাবনার চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সদ্য স্ব-পদে বহাল হওয়া সুপার আব্দুল ওয়াহহাবের বিরুদ্ধে একটি চক্র নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগে জানা গেছে,সম্প্রতি মাদ্রাসার সুপার আঃ ওয়াহহাব মহামান্য হাইকোর্ট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের নির্দেশক্রমে স্ব-পদে বহাল হন। স্ব-পদে বহাল হওয়ার পর থেকেই সুবিধাবাদী একটি চক্র সুপারের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। মাদ্রাসার সহকারি সুপার মোসলেম উদ্দিন দীর্ঘ ৯ বছর ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এই সময় ভারপ্রাপ্ত সুপার হিসেবে মাদ্রাসার কোটি টাকার জমি বিক্রি করে আত্মসাত করেছেন বলেও অভিযোগ। ভারপ্রাপ্ত সুপার ও মাদ্রাসার এবতেদায়ী শাখার একজন শিক্ষক নিজেদের অপকর্ম আড়াল করতে সুপার আঃ ওয়াহহাবকে দূর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করাসহ চরিত্র হনন করার অপচেষ্টা করছেন। একটি স্থানীয় পত্রিকায় মিথ্যে সংবাদ প্রকাশ করে সুপারকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে মর্মে অভিযোগ করেছেন আঃ ওয়াহহাব। সুপার আঃ ওয়াহহাব বলেন,একটি চক্র দীর্ঘদিন ধরেই আমার বিরুদ্ধে কাজ করছে। এরই ধারাবাহিকতায় মিথ্যে ও মনগড়া অভিযোগ করে চক্রটি অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সুপার তার বরখাস্তকালীন সময়ে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত সুপার ও তার দোসরদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে