মান্দায় স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে হুমকির অভিযোগ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
মান্দায় স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে হুমকির অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার চকউলি বহুমুখী হাইস্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে তিনি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ পায়। এসব অভিযোগের প্রতিবাদে স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকেরা অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আন্দোলনের মুখে অধ্যক্ষ নজরুল ইসলাম আত্মগোপনে চলে যান।

এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, অধ্যক্ষ নজরুল ইসলাম ২০০২ সালে অফিস সহকারী পদে যোগদান করলেও বিধি বহির্ভূতভাবে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন। পরে দুইজন শিক্ষক নিয়োগ দিয়ে ১৬ লাখ টাকা এবং আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫৪ লাখ টাকা গ্রহণ করেন। স্থানীয়দের অভিযোগের কারণে পরবর্তী পদগুলোতে তিনি কাউকে নিয়োগ দিতে না পারলেও প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেননি।

তিনি আরও বলেন, কলেজ শাখার অনুমোদনের পর নজরুল ইসলাম অধ্যক্ষের দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের পুকুর, আমবাগানসহ বিভিন্ন সম্পত্তির লিজ বাবদ পাওয়া টাকা ও প্রতিষ্ঠানের অন্যান্য খাতের অর্থ আত্মসাৎ করেন। এসব অনিয়মের অভিযোগে গত ২৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন সভাপতি আব্দুল মান্নান।

এসব অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ নজরুল ইসলামকে দু’দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব না দিয়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। পরে এডহক কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মোবাইলফোনে সভাপতিকে ভয়ভীতি ও নানা ধরণের হুমকি দেন বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। ঘটনার পর গত ২৯ অক্টোবর ঢাকার মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। এ বিষয়ে জানতে অধ্যক্ষ নজরুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।