ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই বার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।
শনিবার (১ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির সৈয়দ নজরুল ইসলাম ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কাউন্সিল ও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ৩০৭ জন ভোটার অংশগ্রহণের সুযোগ পান। নির্বাচনে ৫টি পদে দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র দুই প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে এডভোকেট মো. আজিজুর রহমানকে হারিয়ে সভাপতি পদে এডভোকেট নুরুল হক বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে এডভোকেট রেজাউল করিম চৌধুরীকে হারিয়ে এডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না বিজয়ী হন।
সহ-সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্ধীতা করেন এতে এডভোকেট আকরাম হোসেন নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে এডভোকেট তোফাজ্জল হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন বিজয়ী হন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন বলে ঘোষণা দেন বিজয়ী নেতৃবৃন্দ। তারা আইনজীবীদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।