রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
রাজশাহী নগরীতে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার
রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি মোবাইল টিম দায়িত্ব পালন করছিল। এসময় তারা খবর পায়, অলোকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড়ে একটি অস্ত্র পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের দল নিয়ে অভিযান চালান। পরে দুপুর ২টা ৩০ মিনিটে পুকুরপাড় থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের গায়ে ‘MADE IN USA’ লেখা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার ৩ জন রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে