নোয়াখালীর সেনবাগে জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন(তঅঋ) প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা।
ফাউন্ডেশনের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন, ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল বাহার, নুর নবী বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক বাবুল, বিএনপি নেতা মির্জা মোস্তফা, উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হুমু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন,পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, যুবদল নেতা মহিন উদ্দিন, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন সহ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, অংশগ্রহণ কারী দলের খেলোয়াড় কর্মকর্তা বৃন্দ।
এরআগে অতিথি বৃন্দপতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এবং মাঠে প্রবেশ করে অংশগ্রহণ কারী ২৮ টি দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য কিশোর যুবকদের মাদক ও ইভটিজিং থেকে ফেরাতে ইতিপূর্বে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পর এবার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলো জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন। যার প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২ লক্ষ টাকা এবং রানারআপ দল পাবে ১ লক্ষ টাকা।