তারুণ্যে উৎসব ২০২৫ উপলক্ষে "গ্রাহক সেবা পক্ষ" এর আওতায় মণিরামপুর কৃষি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি এম এনামুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মণিরামপুর শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান। সিনিয়র শিক্ষক মোঃ শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা শিমুল সরকার, ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মহাদেব রায়, মোস্তফা কামাল, ইলিয়াস হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।