ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ থেকে রোববার রাতে এতিম ও দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরন করা হয়েছে। উপজেলার ১১টি মাদ্রাসার এতিমখানায় মোট ১১ কার্টুন দুম্বার গোস্ত বিতরন করা হয়েছে। সৌদি সরকারের অনুদানে উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে এসব দুম্বার গোস্ত দুস্থদের মাঝে বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন উপস্থিত থেকে ১১টি মাদ্রাসা এতিমখানার দুস্থদের মাঝে দুম্বার গোস্ত বিতরন করেন। এ সময় উপজেলার অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ১১টি মাদ্রাসা এতিমখানাগুলো হলো- আঃ শিকদার ডাঙ্গী গ্রামের মারকাযুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার এতিমখানা, হাজীডাঙ্গী গ্রামের খাদেমুল ইসলাম মাদ্রাসা, এম.কে ডাঙ্গী গ্রামের ইসলামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা এতিমখানা, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম মহিলা মাাদ্রাসা এতিম খানা, মদিনাতুল উলুম পুরুষ মাদ্রাসা এতিমখানা, দবিরদ্দিন প্রামানিকের ডাঙ্গী দারুল উলুম আল-আরাবিয়া মাদ্রাসা এতিমখানা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসা এতিমখানা, বাবলাতলা দারুল উলুম মাদ্রাসা এতিমখানা, রিফাত কওমী মাদ্রাসা এতিমখানা, চরহাজীগঞ্জ এরশাদিয়া রাব্বি মাদ্রাসা এতিমখানা ও ছমিরিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানা। এসব মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা উপস্থিত থেকে ইউএনও’র কাছ থেকে দুম্বার গোস্ত গ্রহন করেন।