মাদকবিরোধী অভিযানে বরিশালের গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন-গোলাম মাহতাবের কাছে ইয়াবা পাওয়া না গেলেও সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এ ঘটনায় থানার এসআই মো. জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে গোলাম মাহতাবকে পুলিশ গ্রেপ্তার করেছে। দল মাদক সেবন-বিক্রি বা সেল্টার কোনোটাতেই প্রশ্রয় দেয়না। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।