সিলেটে আ’লীগ নেতা হত্যা: ছেলে তিন দিনের রিমান্ডে

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) :
| আপডেট: ৩ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
সিলেটে আ’লীগ নেতা হত্যা: ছেলে তিন দিনের রিমান্ডে

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে আসাদ আহমদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর পূর্বে ঘটনার রহস্য উদঘাটনের স্বার্থে পুলিশ আসাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে হত্যা মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, নিহত আবদুর রাজ্জাকের শরীরের বিভিন্ন স্থানে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি ২২ ইঞ্চি লম্বা ছুরিও উদ্ধার করা হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়েছে। মাস দুয়েক আগে তিনি নিজ সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেন। এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং সম্প্রতি ভারতেও চিকিৎসা নিতে গিয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট-পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও তিনি নিজ বাড়িতেই বসবাস করছিলেন।

এ ঘটনায় শনিবার দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো নাম উল্লেখ করা হয়নি; তবে পরিবারের কয়েকজন সদস্যকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, “নিহতের ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছুরিটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। তদন্তে আমরা সবদিক খতিয়ে দেখছি।”

আপনার জেলার সংবাদ পড়তে