সিলেটে ধলাই নদীর বালু লুটের ৯১ নৌকা জব্দ

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
সিলেটে ধলাই নদীর বালু লুটের ৯১ নৌকা জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত ধলাই ব্রিজ রক্ষায় আবারও বড় ধরনের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় নৌকা রেখে পালিয়ে গেছে লুটেরা। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযানে ধলাই নদীর ব্রিজের এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ৯১টি নৌকা জব্দ করা হয়। নৌকা চালক কিংবা বালু লুটেরাদের আটক করতে না পরলেও তাদের রেখে যাওয়া নৌকাগুলো যৌথবাহিনীর হেফাজতে রয়েছে।

এর আগের দিন, রোববার একই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আরও ১২টি নৌকা জব্দ করা হয় এবং ১২ জন বালু উত্তোলনে জড়িত শ্রমিকদের আটক করা হয়। তবে, বালুখেকো চক্রের হোতাদের অনেকেই ধরাছোয়ার বাইরে রয়ে যায়।

অন্যদিকে, বালু লুটের ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল অদুদ আলফু মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লুটেরার নামও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তাদের তত্ত্বাবধানে প্রায় দুই হাজার শ্রমিক বালু লুটের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে।

স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে, ধলাই নদীর বালু ও সাদাপাথর লুট কান্ডে রাজনৈতিক নেতাদের শক্তি রয়েছে। যারজন্য উত্তোলনে নিয়োজিত বালু শ্রমিকরা ধরা পরলেও লুটের পিছনের হোতারা অধিকাংশ সময়ে ধরাছোয়ার বাইরে থাকছে এবং এই লুটাপাটের স্থায়ী সমাধান হচ্ছেনা।

গত জুলাই মাসে সাদা পাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। এরপর সরকার ধলাই ব্রিজ ও সাদা পাথর এলাকা রক্ষায় কঠোর অবস্থান নেয়। সে সময়ই সিলেটের জেলা প্রশাসক হিসেবে মো. সারওয়ার আলমকে পদায়ন করা হয় এবং কোম্পানীগঞ্জের ইউএনও ও ওসিকে বদলি করা হয়।

দুদকের তদন্তে ওই সাদা পাথর লুটের ঘটনায় সিলেট মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর জামায়াতের আমীর, জেলা জামায়াতের সেক্রেটারি সহ ৪২ জন রাজনৈতিক নেতার নাম উঠে আসে।

এই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে ঢালারপাড় বালু লুটের মামলায় রূপা মিয়াসহ কয়েকজনকে গ্রেফতার করেছে। সাম্প্রতিক অভিযানে হাতেনাতে ধরা পড়া ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

নবনিযুক্ত এসিল্যান্ড পলাশ তালুকদার দায়িত্ব গ্রহণের পর থেকেই ধলাই ব্রিজ ও আশপাশের এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন। এতে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে মনে করছেন সচেতন মহল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “সোমবার সকালে মোবাইল কোর্ট অভিযানে বালু লুটের সময় ৯১টি নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে