কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ সাইফুর রহমান রানা

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৮ পিএম | প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৮ পিএম
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ সাইফুর রহমান রানা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আলহাজ সাইফুর রহমান রানা। আজ ৩ নভেম্বর দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের পর তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এই নেতা স্থানীয় পর্যায়ে দলে ঐক্য প্রতিষ্ঠা ও গণসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মনোনয়ন পাওয়ার পর আলহাজ সাইফুর রহমান রানা বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে তা সম্মানিত করতে চাই।” স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে প্রস্তুতি শুরু করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে