নাটোরের সিংড়ায় চার হাজার ৯৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মসুর, খেসারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম বীজ ও সার বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, ইমরান হাসান প্রমূখ।
সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমের ৪৯৭০ জন কৃষকের প্রত্যকের এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরমধ্যে রয়েছে দুই ৭০০ জন সরিষা, দুই হাজার গম, ১৫০ জন মসুর, ৮০ জন খেসারি, কুড়ি জন করে চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হচ্ছে।