ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের ৪ টি আসনের মধ্যে একটিতে প্রার্থী ঘোষনা করে ৩ টি আসন স্থগিত রেখেছে বিএনপি।৪ টি আসনের মধ্যে সংসদীয় আসন ৩(কোটচাঁদপুর- মহেশপুর) মেহেদি হাসান রনিকে ধানের শীষের মনোনিত প্রার্থী হিসাবে ঘোষনা করেছে বিএনপি। মেহেদি হাসান রনি মহেশপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ৪ বারের সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাষ্টারের ছেলে। সোমবার গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭ টি আসনের বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা করেন। সে সময় ঝিনাইদহের ৪ টি আসনের মধ্যে ১ টিতে প্রার্থী ঘোষনা ও ৩ টি আসন খালি রাখা হয়েছে বলে উল্লেখ করেন।
ঝিনাইদহে স্থগিত থাকা আসন গুলোর মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলার চেষ্টা করা হলে,অনেকে তাদের ব্যবহারিত মুঠোফোন রিসিভ করেন নি। তবে নাম প্রকাশ না করার শর্তে দুই জন মনোনয়ন প্রত্যাশী বলেন, কি কারনে মনোনয়ন ঘোষনা হল না, সে ব্যাপারে জানা নেই। তবে আমরা এখনো আশাবাদি। দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিতেও তারা প্রস্তুত বলে জানান এ দুই মনোনয়ন প্রত্যাশী।